‘সংখ্যার জাদুকরী’ আদা লাভলেস
১৮৪০ খ্রিস্টাব্দে ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ে চার্লস ব্যাবেজ তাঁর এ্যানালিটিকাল এঞ্জিনের বিষয়ে যে ভাষণ দেন সেটিকে একটি গবেষণা-প্রবন্ধ হিসেবে ইতালিয় ভাষায় প্রকাশ করা হয়। এই প্রবন্ধটিকেই অনুবাদ করেন আদা লাভলেস এবং তার সঙ্গে জুড়ে দেন আরও সাতট ব্যাখ্যামূলক আলোচনা। সেটাই লাভলেসকে বিজ্ঞান এবং সর্বোপরি কম্পিউটার বা গণকযন্ত্রের ইতিহাসে চিরস্থায়ী একটি জায়গা করে দিতে সক্ষম হয়। নারী বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৬)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 17 May, 2021 | 693 | Tags : Ada Lovelace Charles Babbage Analytical Engine Computer Algorithm Series on Female Scientists